মতলব উত্তরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥  মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য আমি প্রকৃতির প্রকৃতি আমার, প্রানের স্পন্দন প্রকৃতির বন্ধনে । সোমবার দুপুরে উপজেলা চত্ত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে র‌্যালীটি উপজেলা চত্ত্বরে প্রদক্ষিণ করে।

আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম রুহুল আমিন রিমন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার,মোঃ সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার,কাজী ওহেদুজ্জামান মোঃ সালেহ, সমন্বয়কারী একটি বাড়ি একটি খামার,মোঃ আফজালুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার,মোজাম্মমেল হক ও সভাপতি,মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাব, রাকিবুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি প্রভাষক আলমাছ মিয়া,সাধারণ সম্পাদক একেএম গোলাম নবী খোকন,যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বাদশা,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য উপজেলার প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Print Friendly, PDF & Email

Related Posts