বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বৃষ্টি বাংলাদেশকে এনে দিয়েছে স্বস্তি। বাঁচিয়ে দিয়েছে ম্যাচ, এড়িয়েছে পরাজয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় নিশ্চিত হার দেখছিল বাংলাদেশ। আর চার ওভার খেলতে পারলেই ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জিতে যেত অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়াকে সেই সুযোগ দেয়নি বৃষ্টি। যদিও বৃষ্টি একবার থেমেছিল, অস্ট্রেলিয়া পেয়েছিল নতুন লক্ষ্যও। কিন্তু আবার বৃষ্টি নামায় অস্ট্রেলিয়ার জয়টাও হাতের মুঠো থেকে বেরিয়ে গেল। স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টা ১৮ মিনিট) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
বাংলাদেশের জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার লড়াই। হারলেই সেমিফাইনাল খেলার আশা শেষ হয়ে যেত। মাত্র ১৮২ রানে অলআউট হয়ে সেই পথে অনেকটা এগিয়েও গিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। স্বল্প লক্ষ্যে ১৬ ওভারে ১ উইকেটে ৮৩ রান তুলে জয় দেখছিল অস্ট্রেলিয়া। কিন্তু সব হিসাব পাল্টে দিয়েছে বৃষ্টি। বৃষ্টিতে যে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে। দুই দলকে ভাগ করে দেওয়া হয়েছে এক পয়েন্ট করে। তাতে লাভটা হলো বাংলাদেশের, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা টিকে রইল।
বাংলাদেশ প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করতে হলো অসিদের। তাতে স্টিভ স্মিথের দলের সেমিফাইনাল খেলার আশাও ‘সুতো’য় ঝুলে গেল।
এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন ‘এ’ গ্রুপের শীর্ষে আছে স্বাগতিক ইংল্যান্ড। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড। ইংল্যান্ড যদি তাদের পরের দুই ম্যাচেই (নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) জিতে যায় আর বাংলাদেশ শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারায়, তাহলে কিন্তু সেমিফাইনালে উঠে যাবে ইংল্যান্ড ও বাংলাদেশ!
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১৬ ওভারে ৮৩/১। বাংলাদেশ ৪৪.৩ ওভারে ১৮২/১০।