চ্যাম্পিয়ন্স ট্রফি: প্রথম সেমিফাইনালে পৌঁছল ইংল্যান্ড

বিডিমেট্রোনিউজ ডেস্ক   চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল আয়োজক দেশ ইংল্যান্ড। মঙ্গলবার কার্ডিফে তারা নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে দেয়।

এদিন টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করেত পাঠান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনার অ্যালেক্স হেলস, জো রুট এবং জেসন বাটলারের অর্ধশতরান এবং বেন স্টোকসের ৪৮ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩১০ রান তোলে ইংল্যান্ড।

জবাবে, ৪৪.৩ ওভারে ২২৩ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। অধনিয়াক কেন উইলিয়ামসন (৮৭) ছাড়া আর কোনও কিউয়ি ব্যাটসম্যান তেমন এদিন দাগ কাটতে পারেনি। নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে এদিন চাপে পড়ে যায় ব্ল্যাক ক্যাপস-রা।

তৃতীয় উইকেটে উইলিয়ামসন ও রস টেলরের মধ্যে ৯৫ রানের পার্টনারশিপ ছাড়া আর কোনও জুটি তৈরি হয়নি। ইংল্যান্ডের পক্ষে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন লিয়াম প্লামকেট। ৫৫ রান দিয়ে চারটি উইকেট দখল করেন তিনি। ম্যাচের সেরা জেক বল নিয়েছেন ২টি উইকেট।

এই জয়ের ফলে, এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ-এ থেকে প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছে গেল মর্গ্যান-বাহিনী। এর আগে, প্রথম ম্যাচে তারা বাংলাদেশকে হারিয়েছিল। অন্যদিকে, এদিনের ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল নিউজিল্যান্ড।

Print Friendly, PDF & Email

Related Posts