পাকিস্তান-বাংলাদেশ সীমান্ত রাতে ভাসবে আলোর বন্যায়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ভারতের চারপাশে থাকা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করছে ভারত।  আর সেদিকে তাকিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ সুই সীমান্তেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।  নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করার প্রথম পদক্ষেপ হিসাবে সীমান্ত এলাকা রাতে ভাসবে আলোর বন্যায়।  আর সেই কারণে পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে কয়েক হাজার ফ্লাডলাইট বসাচ্ছে ভারত।  যদিও গত একবছরে দুই দেশের সঙ্গে সীমান্ত বরাবর মোট ৬৪৭ কিমি দীর্ঘ এলাকায় ফ্লাডলাইট বসিয়েছে সরকার। এ তথ্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের ।

এর ফলে সীমান্ত রক্ষী বাহিনীর নজর এড়িয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে অনুপ্রবেশ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।  শুধু তাই নয়, বেআইনি অনুপ্রবেশও ঠেকানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

সীমান্ত এলাকার পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের জন্য কেন্দ্র  গত তিন বছরে বরাদ্দ করেছে ৫,১৮৮ কোটি রূপি। এরমধ্যে ২,১৩৮ কোটি রূপি দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্ত এলাকার প্রকল্পের জন্য।  এই প্রকল্পের মধ্যে ২০০ কিমি এলাকায় বেড়া তৈরি, ৪৩০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণ, ১১০ টি সুসংহত বর্ডার আউট পোস্টের পাশাপাশি রয়েছে ৬৪৭ কিমি দীর্ঘ এলাকা  ফ্লাড লাইটে আলোকিত করা।

ভারতের কেন্দ্রীয় সরকারের এক  আধিকারিক এই প্রকল্পকে সীমান্ত পরিকাঠামো ও উন্নয়নের কাজে কেন্দ্রের বড়সড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

কলকাতা টোয়েন্টিফোর

Print Friendly, PDF & Email

Related Posts