সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ বিরাটের!

বিডিমেট্রোনিউজ ডেস্ক একটা বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিরিশে জুনের পর থেকে সেই ঠান্ডা পানীয় সংস্থার কোনও বিজ্ঞাপনেই দেখা যাবে না ক্যাপ্টেন হটকে।

কোটি কোটি টাকা রোজগার করার থেকেও কোহলির কাছে এখন বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ সচেতনতা। বর্তমানে ফিটনেস অনেক বেশি জোর দিয়েছেন ভারতীয় অধিনায়ক। বিভিন্ন ধরণের সফট ড্রিঙ্ক খাওয়া নিজেও বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে ঘণিষ্ঠমহলে বিরাট বলেছেন যে ঠান্ডা পানীয় তিনি নিজেই খান না সেটা তিনি স্রেফ অর্থ রোজগারের জন্য  প্রচার করতে পারবেন না। এরপরই সেই ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি ছেদ করার সিদ্ধান্ত নেন বিরাট।

গত ৬ বছর ধরে এই সংস্থাটির সঙ্গে যুক্ত ছিলেন কোহলি।

Print Friendly, PDF & Email

Related Posts