বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রোনালদোর প্রশংসা করলেন বার্সার আর্জেন্টিনা ফরোয়ার্ড লিওনেল মেসি । ফুটবলার হিসেবে দুজনের কে সেরা, বির্তকটা চলছে অনেক দিন ধরে। এই বিতর্ক যেন শেষ হওয়ার নয়। দুজনের দ্বৈরথ দেখতে অধীর অপেক্ষায় থাকে বিশ্ব ফুটবল। লড়াইয়ের ঝাঁজ যতই থাক, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে লিওনেল মেসির মুখে এখন একরাশ প্রশস্তিগাথা।
মেসি প্রশংসা করবেন না কেন, রোনালদো সদ্য শেষ হওয়া মৌসুমে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়নস লিগ। ক্লাব ফুটবলে ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছেন আগের মৌসুমেও। রোনালদো গত বছর জিতেছেন ইউরো। এমনই দুর্দান্ত ফর্মে আছেন, গতবারের মতো এবারও ফিফা বর্ষসেরার পুরস্কারটা তাঁর হাতে দেখতে পাচ্ছেন অনেকে।
প্রতিদ্বন্দ্বিতা ভুলে তাই রিয়ালের পর্তুগিজ উইঙ্গারকে প্রশংসা করলেন বার্সার আর্জেন্টিনা ফরোয়ার্ড মেসি , ‘সে দুর্দান্ত খেলোয়াড়। তার অনেক গুণ আছে, বছরের পর বছর যেগুলোয় সে আরও উন্নতি করছে। এ কারণে সে বিশ্বের অন্যতম সেরা।’ নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ নিয়ে মেসির কথা, ‘প্রতিদ্বন্দ্বিতা আমরা যতটা না তৈরি করেছি, তার চেয়ে বেশি সৃষ্টি করেছে সংবাদমাধ্যম। প্রতি বছর আমরা আমাদের সেরাটা দিতে চাই। নিজেদের দলের জন্য সেরাটা করতে চাই। বাইরে যে আলোচনা হয় সেটি খুব বেশি গুরুত্ব দিই না।’
সূত্র: গোলডটকম।