বিডিমেট্রোনিউজ ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে আজ বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাচরাঙ্গা ও স্টার স্পোর্টস ওয়ানে।
আজ নিউজিল্যান্ডেকে হারাতে পারলে আর আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে কিংবা ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে শেষ চারে খেলতে পারবে তামিম-মুশফিক-মাশরাফিরা।
তাই মর্যাদার চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের আজকের ম্যাচটি বাঁচামরার লড়াই হয়ে দাড়িয়েছে। সেই বাঁচামরার ম্যাচে কিছু সুখস্মৃতি নিয়েই আজ মাঠে নামছে মাশরাফি মুর্তজার বাংলাদেশ। ২০০৫ সালে এই কার্ডিফেই পরাশক্তি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে পুরো ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছিল টাইগাররা। একই মাঠে আগের চেয়ে অনেক শক্তিশালী ও বদলে যাওয়া বাংলাদেশ খেলবে কিউদের বিপক্ষে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১ বার মুখোমুখিতে ২১টিতে হারের বিপরীতে ৯ ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফিতে পা রাখার আগে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ঘরের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করলেও বিদেশের মাটিতে শক্তিশালী কিউদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয় ছিল। ইংল্যান্ডের মাটিতেও আজ সেই কিউই বধ করে চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে পা রাখার স্বপ্নে বিভোর টাইগাররা ।