বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ব্রিটিশ নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, আর যে কটি আসনে ফল ঘোষণা বাকি আছে সেগুলো দিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
বিবিসির হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রী টেরেজা মে’র দল ৩১৮টি আসন পাবে আর বিরোধী লেবার পার্টি পাবে ২৬২টি। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬টি আসন।
তবে উত্তর আয়ারল্যান্ড-ভিত্তিক ডিইউপি – যারা ১০টি আসন পেয়েছে – বলেছে তারা টেরেজা মেকে সরকার গঠন করতে সমর্থন জানাবে।