মো. নাঈম হোসেন, পবিপ্রবি (পটুয়াখালী) ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অ্যালামনাই এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেল ৩টায় নবগঠিত কমিটির সভাপতি কৃষিবিদ মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. আরিফ আহমেদ জুয়েলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমিটিতে স্থান পাওয়া গ্রাজুয়েটবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত পবিপ্রবি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অ্যালামনাই এসোসিয়েশন গঠন কমিটির প্রধান সমন্বয়কারী কৃষিবিদ দুলাল চদ্র দাস। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় নবগঠিত পবিপ্রবি অ্যালামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক কৃষিবিদ মো. মিলন মিয়া, সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ মো. আবু সুয়েম, তথ্য ও গবেষণা সম্পাদক কৃষিবিদ প্রিন্স তাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. এসএম জিয়াউল হক রাহাত, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. মাহমুদ আল হাসান জুয়েল, সদস্য কৃষিবিদ শাহাদাত হাসান শানু প্রমুখ উপস্থিত ছিলেন।