সাকিব-মাহমুদউল্লাহকে শেখ হাসিনার ফোন

বিডিমেট্রোনিউজ ডেস্ক আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গতকাল শুক্রবার রাতেই ইংল্যান্ডে অবস্থানরত এই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

ইহসানুল করিম জানান, বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘লড়াইয়ের পরে বিজয়ী হওয়ার আনন্দই আলাদা। লড়াইয়ের প্রবণতা অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চিত বিজয় আসবে।’

গতকাল কার্ডিফে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের করা ২৬৫ রানের জবাবে একপর্যায়ে ৩৩ রানে চার উইকেট হারিয়ে বসে টাইগাররা। সেখান থেকে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ২২৪ রানের জুটিতে ১৬ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। বাঁচামরার ম্যাচটা জিতে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখলো লাল-সবুজের দল। সাকিব ১১৪ ও মাহমুদউল্লাহ ১০২ রান করেন।

Print Friendly, PDF & Email

Related Posts