আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ

বিডিমেট্রোনিউজ বাঙালী জাতির জন্য বড় খবর এটাই যে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। ১৫ জুন সে লড়াই, প্রতিপক্ষ কে হয়তবা জানা যাবে কাল।

অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৪০ রানে হারিয়েছে ইংল্যান্ড।  ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে   নিউজিল্যান্ডের পর বিদায় নিতে হল অস্ট্রেলিয়াকেও।

প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়ে বাংলাদেশ নিজেদের যোগ্যতা তৈরি করে রেখেছিল। আজ অস্ট্রেলিয়ার হারে ‘এ’ গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানটি অক্ষুন্ন থাকল। বাংলাদেশ পেল প্রথম সেমিফাইনালের স্বাদ।

টস হেরে বাঁচা-মরার লড়াইয়ে এজবাস্টনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার রান ২৭৭। বৃষ্টিবাধায় ৪০.২ ওভারে যখন খেলা বন্ধ হলো, ইংল্যান্ডে রান ৪ উইকেটে ২৪০। ইংল্যান্ডের তখন জয়ের জন্য দরকার ৫৮ বলে ৩৮ রান, হাতে ৬ উইকেট। বৃষ্টি আইনে তখন ৪০ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। মুষলধারের বৃষ্টিতে এরপর একটি বলও এরপর মাঠে গড়ায়নি। স্থানীয় সময় সন্ধ্যা ৭.১৪ মিনিটে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

Print Friendly, PDF & Email

Related Posts