নতুন ভ্যাটে ব্যবসায়ী এবং ভোক্তা উভয়কে প্রভাবিত করবে

ডেইলি সান গোলটেবিল আলোচনায় বক্তারা

বিডিমেট্রোনিউজ ডেস্ক নতুন মূল্যে সংযোজন কর (মূসক) আইন সঠিকভাবে বাস্তবায়ন না হলে ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের উপর বিরুপ প্রভাব পড়বে ফেলবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী এবং ভোক্তা অধিকার নেতারা।

২০১৭-১৮ অর্থবছরের জন্য আলোচিত ভ্যাট কাঠামো আগামী নির্বাচনের আগ মুহূর্তে সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন আলোচকরা।

রোববার বিকেলে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স হলে  দ্যা ডেইলী সান আয়োজিত “নতুন মূল্য সংযোজন কর হার: ব্যবসা এবং ভোক্তা পর্যায়ে প্রভাব” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব মত ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, নতুন আইনে ভ্যাটের বিষয়টি জটিল। তবে আলোচনার মাধ্যমে ধোঁয়াশা কাটছে।

তিনি বলেন, অনেকগুলো স্তরে ভ্যাট না নিয়ে একটি সাধারণ স্তরকে বেছে নেওয়া হয়েছে, যেটা ১৫ শতাংশ। যেহেতু প্রবৃদ্ধিও হার বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, তাই এ ভ্যাট দেওয়া বড় বাধা হবে না বলেও মনে করেন তিনি।

রাজস্ব আদায়ের বিষয়টি কঠিন হবে ধারণা করে সংগ্রহের বিষয়ে প্রতিমন্ত্রী মান্নান বলেন, “ বোধ হয় পারবো। আর সব আইনেরই পরিবর্তন করা যায়। প্রয়োজনে আবারো সংশোধন করা হব্।”

ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান শিহাবের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভ্যাট অনলাইন প্রজেক্টেও ডেপুটি ডিরেক্টর জাকির হোসাইন। নতুন মূসক আইন ও অনলাইনে ভ্যাট প্রদানের বিস্তারিত তুলে ধরেন তিনি।

তিনি বলেন, এ আইনের মাধ্যমে ছোট-বড় সব ব্যবসায়ীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। ব্যবসার খরচ কমবে এবং করদাতাবান্ধব পরিবেশ তৈরি হবে।

সভায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, এ ভ্যাট ব্যবস্থায় ভোক্তাদের ওপর চাপ বাড়বে। পণ্যের দাম বাড়িয়ে বিক্রেতারা এ টাকা যোগাড় করবেন।

সভায় আরো বক্তব্য দেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তী ডিসিসিআই ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েন সভাপতি নিয়াজ রহিম এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

Print Friendly, PDF & Email

Related Posts