ফাইনালে খেলার স্বপ্ন হাথুরুও দেখছেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুটি বিতর্কিত সিদ্ধান্তে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। প্রথমবার বিশ্বকাপের শেষআটে উঠেও সেমিতে না খেলেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালেও সেই ভারতের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আবার বাংলাদেশের সামনে ভারত। কোহলিদের বিপক্ষে এবার কি তারা পারবে জিততে?

ফাইনালে খেলার স্বপ্ন হাথুরুও দেখছেন । বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশ্বাস, অসম্ভব নয় ভারতকে হারানো। সোমবার বার্মিংহামে সাংবাদিকদের তিনি বলেন, ‘আশা করছি, দেখা যাক কী করা যায়। তবে অসম্ভব নয় ফাইনালে খেলা।’

আগামী ১৫ জুন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি জিততে পারলেই ফাইনালের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের।

অবশ্য দুই তরুণ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান দলকে ফাইনালে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। তাসকিন বলেন, ‘দেশ ছাড়ার আগে আমি বলেছিলাম, বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। সে স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহ যদি রহমত করে ফাইনাল খেলতেও আশাবাদী আমরা। অবশ্য আমি যদি সুযোগ পাই চেষ্টা করব এমন একটি স্পেল করতে, যা ম্যাচ জিততে আমাদের সহায়তা করবে। যা দলকে ফাইনালে নিয়ে যেতে পারে।’

আশাবাদের কথা মুস্তাফিজের কণ্ঠেও, ‘আমার দৃঢ় বিশ্বাস আমাদের পেস আক্রমণ ভারতের বিপক্ষে ভালো কিছু করার ক্ষমতা রাখে। আশা করছি আমরা সাফল্য পাব।’

Print Friendly, PDF & Email

Related Posts