দশ জনের ফ্রান্সকেও হারাতে পারল না ইংল্যান্ড

বিডিমেট্রোনিউজ ডেস্ক বুধবার নিজেদের ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হয়েছিল ফ্রান্স৷থ্রি লায়ন্সদের বিরুদ্ধে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দুর্দান্ত জয় ছিনিয়ে আনে দেশঁর ইউরো রানার্স দল৷ফিফা ফ্রেন্ডলিতে ফ্রান্স ৩-২ জয় ছিনিয়ে আনে৷২০১৫-র নভেম্বরে লন্ডনের ওয়েম্বলিতে ব্রিটিশদের কাছে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। তারই মধুর প্রতিশোধ তুলল তারা৷

এদিন ম্যাচের ন’ মিনিটেই সাউথগেটের ইংল্যান্ডকে এগিয়ে দেয় হ্যারি কেন৷ডান দিক থেকে ডেলে আলির লম্বা ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে রাহিম স্টার্লিং ব্যাকহিল করেন ছুটে আসা রায়ান বার্ট্রান্ডকে৷এখান থেকেই আড়াআড়ি পাসে গোল করে দলকে এগিয়ে দেন কেন৷যদিও ম্যাচের ২২ মিনিটেই সমতায় ফেরে ফ্রান্স৷অলিভার জিরুদের হেড গোলকিপার টম হিটন প্রতিরোধ করলেও, ফিরতি বল ফাঁকায় পেয়ে গোল করে দেন উমতিতি৷এরপর ৪৩ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন সিদিবে৷বিরতিতে ২-১ এগিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা আসে ফরাসি শিবিরে৷রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাফায়েল ভারানকে লাল কার্ড দেখেন৷ডেলি আলিকে বক্সের মধ্যে ফাউল করায় কার্ড দেখেন ভারান৷ পেনাল্টিতে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান সেই কেন৷কিন্তু ম্যাচের ৭৮ মিনিটে ডেম্বেলের গোলই ফ্রান্সকে জিতিয়ে দেয়৷

Print Friendly, PDF & Email

Related Posts