৭৫বছর না খেয়ে !!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পুজো পার্বনে উপোস করার রীতি রয়েছে৷ তবে, তা আর কতক্ষনের? কয়েক ঘন্টার জন্য হয়তো উপোস করেন৷ কিন্তু পচাত্তর বছর ধরে না খেয়ে বেঁচে থাকার নজির গড়লেন প্রহ্লাদ জৈন৷ তবে, শুধু খাওয়ারই নয়৷ একগ্লাস জলও তিনি মুখে তোলেন নি এই পচাত্তর বছরে৷ তাঁর বয়স এখন প্রায় ৮৩৷ তবে, এটি নিছকই কথা নয়৷ এই বিষয়টির সত্যতা স্বীকার করে নিলেন চিকিৎসকেরাও৷

প্রহ্লাদ জৈন থাকেন গুজরাটের অম্বাজি মন্দিরের কাছে একটি গুহায়৷ সাত বছর বয়সেই তিনি নাকি শেষ বারের মতন খাওয়ার খেয়েছিলেন৷ তারপর থেকেই কোনওরকম খাওয়ার না খেয়েই দিনের পর দিন রয়েছেন তিনি৷ তবে, এভাবে না খেয়ে কিভাবে তিনি বেঁচে রয়েছেন দিনের পর দিন? এই প্রসঙ্গে তিনি বলেন, মাত্র সাত বছর বয়সেই তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন৷ আধ্যাত্মিক রহস্যের সমাধান করতে৷ এরপরই বেশ কিছু রহস্যময় কাহিনী তার জীবনে ঘটেছে৷

এছাড়াও তিনি দাবি করেন তিন হিন্দু দেবতা নাকি তাকে আশীর্বাদও করেছেন৷ তিনি আরও বলেন, ঘন জঙ্গলের মধ্য দিয়ে ১০০ থেকে ২০০কিমি অনায়াসে দৌড়াতে পারেন৷ কোনওরকম কোনও ক্লান্তিই নাকি তিনি অনুভব করেন না৷ আবার টানা ১২ঘন্টা ধরেও তিনি ধ্যান করতে পারেন৷

চিকিৎসাশাস্ত্র অনুযায়ী কোনও একজন মানুষ মাত্র কয়েক সপ্তাহ বেঁচে থাকতে সক্ষম৷ কিন্তু সেক্ষেত্রে কিভাবে এটি সম্ভব হচ্ছে সেটি দেখে তাজ্জব হয়ে গিয়েছেন ৩০জনের বিশেষ চিকিৎসকের একটি দলও৷ আর তাকে পরীক্ষা নিরীক্ষা করার সেই পুরো ভিডিওটি তারা ইউটিউবেও দিয়েছেন৷ তবে, কি সত্যিই কোনও আধ্যাত্মিক শক্তি রয়েছে তাকে ঘিরে যেটি চিকিৎসা বিজ্ঞানের উর্ধে? সেটি নিয়ে উঠছে প্রশ্ন৷

Print Friendly, PDF & Email

Related Posts