আয়োজক প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, আগামী ১৯ জুন থেকে ৪ জুলাই নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি গ্রাউন্ডে মাঠে গড়াবে এই আসর। টুর্নামেন্টের ম্যাচগুলি ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি সিক্স সরাসরি সম্প্রচার করবে।
ইতিমধ্যে দুই দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে থাকছেন পেসার আল-আমিন হোসেন। পাশাপাশি নেপাল স্টোর্মসের অধিনায়ক স্বপ্নিল পাতিলের নাম জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রতিটি দল সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে সাজানো হবে। পাশাপাশি ছয়টি দলে ২০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারবে।