অধিনায়ক হলেন আল-আমিন হোসেন

বিডিমেট্রোনিউজ ॥ অধিনায়ক হলেন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। ভারতীয় স্পোর্টস প্রতিষ্ঠান আলটিমেট স্পোর্টস ম্যানেজমেন্ট (ইউএসএম) এর উদ্যোগে প্রথমবারের মতো এশিয়ান প্রিমিয়ার লিগ (এপিএল) নামে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
প্রথম আসরে এশিয়ার মোট ছয়টি দল নিয়ে মাঠে গড়াবে এপিএল টি-টোয়েন্টি লিগ। দলগুলো হচ্ছে বাংলাদেশ টাইগার্স, আফগানিস্তান বুলস, দুবাই ওয়ারিয়র্স, ইন্ডিয়ান স্টার্স, নেপাল স্টোর্মস, শ্রীলঙ্কান লায়ন্স।

আয়োজক প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, আগামী ১৯ জুন থেকে ৪ জুলাই নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি গ্রাউন্ডে মাঠে গড়াবে এই আসর। টুর্নামেন্টের ম্যাচগুলি ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি সিক্স সরাসরি সম্প্রচার করবে।

ইতিমধ্যে দুই দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে থাকছেন পেসার আল-আমিন হোসেন। পাশাপাশি নেপাল স্টোর্মসের অধিনায়ক স্বপ্নিল পাতিলের নাম জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতিটি দল সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে সাজানো হবে। পাশাপাশি ছয়টি দলে ২০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারবে।

Print Friendly, PDF & Email

Related Posts