বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বলিপাড়াতে সাল্লু মিঞা অভিনীত টিউবলাইট ছবিটি মুক্তি পেতে চলেছে ২৫ জুন ৷ আর এই ছবিটিকে ঘিরেই গুঞ্জন এখন তুঙ্গে ৷ তারকা তারকাতে টেক্কা তো ছিলই ৷ এবার কিন্তু বিষয়টা একটু অন্য রকম ৷ এবার লড়াই চিনে পাড়ি দেওয়ার ৷
ভাবছেন নিশ্চয়ই যে এ আবার কিসের লড়াই ৷ না কোনও হাতে পায়ে লড়াই নয় ঠিকই৷ তবে দঙ্গলের মুভিটি চিনে পাড়ি দেওয়ার পর থেকেই বলিপাড়ায় আশার আলো যেন আরও জোরালো হয়ে দাঁড়িয়েছে সালমান অভিনীত টিউবলাইটকে ঘিরে ৷ ১৯৬২ সালে ভারতের সঙ্গে চিনের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি টিউবলাইটকে নিয়ে কিন্তু সাল্লু মিঞারও মনের আশা তুঙ্গে ৷
সাম্প্রতিক এক প্রেসমিটে সালমান খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, টিউবলাইটের পুরো টিম চীনে যাতে মুক্তি পায় এই ছবিটি তার জন্য খুবই চেষ্টা করছি, তবে কিছু নিয়মাবলী থেকে থাকে ,যা লঙ্ঘন করা যায় না ৷ চিনে ভারতীয় কয়েকটি ছবি মুক্তি পেতে পারে ৷ যদি সেই নিয়মাবলি অনুযায়ী সব কিছু ঠিক চলে তাহলে খুব শীঘ্রই ছবিটি পাড়ি দিতে চলেছে চিনে ৷