চার ম্যাচ সাসপেন্ড গম্ভীর

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এ বছরের গোড়ায় দিল্লির কোচ কে পি ভাস্করের সঙ্গে বচসায় জড়িয়ে চার ম্যাচ সাসপেন্ড হলেন গৌতম গম্ভীর। এই ঘটনা খতিয়ে দেখার জন্য চার সদস্যের কমিটি গড়েছিল দিল্লি ক্রিকেট সংস্থা। সেই কমিটির সদস্য ছিলেন বিচারপতি বিক্রমজিৎ সিংহ, প্রাক্তন ক্রিকেটার মদনলাল, রাজেন্দ্র রাঠৌর এবং আইনজীবী সোনি সিংহ।

সেই তদন্ত কমিটি বলেছে, গম্ভীরের আচরণ যথাযথ ছিল না। সেই কারণেই তাঁকে চার ম্যাচ সাসপেন্ড করা হচ্ছে। তবে বিচারপতি সেন জানিয়েছেন, গম্ভীর এই রায় মেনে নিলে এবং একই অন্যায় আর না করলে ২০১৯ সালের ৩০ মার্চ পর্যন্ত এই সাজা কার্যকর হবে না।

দিল্লির হয়ে ওড়িশায় খেলতে গিয়ে কোচের সঙ্গে ঝামেলায় জড়ান গম্ভীর। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন ভাস্কর। গম্ভীরও কোচের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। দু জনের সঙ্গে কথা বলেই গম্ভীরের সাজার কথা ঘোষণা করল তদন্ত কমিটি।

এবিপিআনন্দ

Print Friendly, PDF & Email

Related Posts