শহীদের রক্তের চেয়েও কলমের কালি পবিত্র : এবিএম রুহুল আমিন রিমন
জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা ১৮ জুন বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ।
সাধারন সম্পাদক একেএম গোলাম নবী খোকনের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) এবিএম রুহুল আমিন রিমন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার, ওসি (তদন্ত) আলমগীর হোসেন, দূর্গাপুর জনকল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, সদস্য শরীফ উল্লা সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী সালাউদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এসএম রাসেল বাবু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আল-মামুন, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাদির জিলানী প্রমূখ।
বক্তব্যে সহকারি কমিশনার (ভূমি) এবিএম রুহুল আমিন রিমন বলেন, সাংবাদিক হলো জাতির চতুর্থ স্তম্ভ। শত ব্যস্ততার মধ্যে থেকেও সমাজের দায়বদ্ধতা পালন করে যাচ্ছেন। তাদের লেখনির কারণে প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ বিষয়ক তথ্য জানতে পারে। শহীদের রক্তের চেয়েও কলমের কালি পবিত্র। এই কলমের লেখনির মাধ্যমেই সমাজ ও দেশের অপরাধ দূর করা এবং রাষ্ট্রের উন্নয়ন সম্ভব।
ওসি মো. আলমগীর হোসেন বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। এ বিবেক কাজে লাগিয়ে আপনারা সামাজিক অপরাধ প্রতিহত করবেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সিনি: সহ-সভাপতি প্রভাষক আলমাছ মিয়া ও সদস্য সিনি: সাংবাদিক মো. কামাল হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ লুৎফুল বারী (বারেক), যুগ্ম-সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আরাফাত আল-আমিন, অর্থ সম্পাদক বাবুল মুফতী, সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আব্দুল লতিফ মিয়াজী, সালাউদ্দিন দেওয়ান, সদস্য আতিকুর রহমান দুলাল, সুফী আহমেদ পারভেজ, মমিনুল ইসলাম, নাঈম মিয়াজী, ফার্মাস ব্যাংক সুজাতপুর বাজার শাখার ব্যবস্থাপক খোরশেদ আলম, সুলতানাবাদ যুবলীগ নেতা গফুর, উপজেলা ছাত্রলীগের সদস্য কালা সুজন, ইসলামাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি নাজমা বেগম, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন হিমু’সহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতলব উত্তরে ইনসাব এর ইফতার মাহফিল
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন বাগানবাড়ি বাজারে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাব এর বাগানবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মো. শাহআলম। সাধারন সম্পাদক মো. বোরহান মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম আশেক আলী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, ইউনিয়ন যুবলীগের সদস্য মোফাজ্জল হোসেন, ইনসাব এর বাগানবাড়ি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মিন্টু, কোষাধ্যক্ষ মজনু’সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুনাজাত পরিচালনা করেন আশেক আলী। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।