কোচের পদ থেকে ইস্তফা দিলেন কুম্বলে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন অনিল কুম্বলে৷এক বছরের মেয়াদ শেষেই কোহলি-কুম্বলের মধুচন্দ্রিমা শেষ৷ক্যারিবিয়ান সফরের দায়িত্ব নিতে অস্বীকার জাম্বো’র৷গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে কোহলি-কুম্বলের জুটি’র পথ চলা শুরু হয়৷ক্যারিবিয়ানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া৷

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কোচের পদে কুম্বলের মেয়াদ শেষ হলেও ২৩ জুন থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাঁকে কোচের পদে রেখে দেয় সচিন-সৌরভ ও লক্ষ্ণণের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি৷তবে লারার দেশে বিরাটদের সিরিজ শুরুর আগেই বিরাটদের হেড কোচের পদ থেকে নিজেই সরে দাঁড়ালেন কুম্বলে৷মঙ্গলবারই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য উড়ান ধরে ভারতীয় দল৷কোহলি-ধোনিদের সঙ্গে ক্যারিবিয়ানের বিমানে ওঠেননি জাম্বো৷কোহলি’র সঙ্গে একই বিমানে না-যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়৷এর কয়েক ঘণ্টার মধ্যেই কোচের দায়িত্ব ছাড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক৷

এক বছরের মেয়াদে কুম্বলের কোচিংয়ে ১৭টি টেস্টের মধ্যে ১২টি জিতেছে ভারত৷ হেরেছে মাত্র একটি টেস্টে৷ড্র হয়েছে চারটি টেস্ট৷প্রাক্তন লেগ-স্পিনারের কোচিংয়ে পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে (ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া) টিম ইন্ডিয়া৷

Print Friendly, PDF & Email

Related Posts