আর সংবাদ পাঠ করবেন না ফারজানা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আর সংবাদ পাঠ করবেন না টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা ফারজানা খান। একটি অনলাইনে সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।

সিলেটে জন্ম নেয়া ফারজানা খান  একাধারে ১০ বছর সংবাদ পাঠ করেছেন দেশের প্রথম সারির দুটি টিভি চ্যানেলে। এখন সংবাদ পাঠ ছেড়ে দিয়ে পুরোপুরি আইন পেশায় মনোনিবেশ করেছেন। তিনি এখন নিজেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন।

ফারজানার জন্ম ১৯৭৯ সালে সিলেটে। শৈশব-কৈশোর সিলেটেই কেটেছে। বাবা ব্যবসায়ী, মা গৃহিনী। দুই বোন এক ভাইয়ের মধ্যে বড় । সিলেটের ব্লু-বার্ড স্কুল থেকে এসএসসি ও সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচ এস সি পাশ করে ১৯৯৯ সালে ঢাকায় । ইডেন কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে এলএলবি শেষ করেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।

২০০৬ সালে তিনি চ্যানেল ওয়ানে সংবাদ পাঠ শুরু করেন। ওয়ান ইলেভেনের শেষের দিকে চ্যানেল ওয়ান ছেড়ে এটিএন বাংলায় সংবাদ পাঠ করেন। এটিএন বাংলায় টানা ২০১৫ সাল পর্যন্ত সংবাদ পাঠ করেছেন।

তিনি সাক্ষাৎকারে বলেন, একটা ঘটনা কখনই ভুলতে পারি না। ২০১২ সালে আমাদের সহকর্মী আমার অত্যন্ত কাছের মানুষ মেহেরুন রুনি ও তার স্বামী সাগর সরোয়ার ঘাতকদের হাতে মারা যান। ওইদিন সন্ধ্যায় সংবাদ পাঠের দায়িত্ব আমার ছিল। অত্যন্ত কাছের ও প্রিয় মানুষের মৃত্যু সংবাদ পড়ার সময় কান্না ধরে রাখাটাই ছিল চ্যালেঞ্জ। অনেক কষ্টে ওইদিন সংবাদ পাঠের সময় চোখের পানি সংবরণ করেছি।

এটিএন বাংলায় সংবাদ পাঠের পাশাপাশি ল’ এন্ড অর্ডার এবং সপ্তাহে সাত দিন অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

তিনি বলেন, আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করা এবং সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করাই আমার লক্ষ্য।

Print Friendly, PDF & Email

Related Posts