ভাতিজাকে সরিয়ে পুত্রকে যুবরাজ বানালেন সৌদি বাদশাহ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ফরমান জারি করে ভাতিজাকে বাদ দিয়ে পুত্রকে যুবরাজ বানালেন সৌদি আরবের বাদশাহ । আর এর মাধ্যমে সৌদি আরবের ক্ষমতা কাঠামোতে বড় ধরণের পরিবর্তন আনলেন বাদশাহ সালমান। কারণ সৌদি আরবে যুবরাজই দেশটির সর্বোচ্চ পদটির উত্তরসুরী। এর মধ্যদিয়ে আগের যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফের (৫৭) কাছ থেকে ক্রমান্বয়ে ক্ষমতা অপসারণের কাজ শেষ হল।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা পরিবেশিত রাজকীয় এক ফরমানে উপ-প্রধানমন্ত্রী হিসেবেও মোহাম্মাদ বিন সালমানের (৩১) নাম ঘোষণা করা হয়েছে। ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে নিজ পুত্র মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স বা যুবরাজ বানালেন বাদশাহ। মাত্র ৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান একই সাথে উপপ্রধানমন্ত্রী হবেন এবং প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব পালন করে যাবেন।

ফরমানে বলা হয়, মোহাম্মাদ বিন নায়েফকে তার স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকেও অব্যাহতি দেয়া হয়েছে। ৮১ বছর বয়সী সালমান সিংহাসনে বসার দুই বছর পর মোহাম্মাদ বিন সালমানকে যুবরাজ ঘোষণা দিলেন। এর ফলে মোহাম্মাদ বিন সালমান এখন থেকে সিংহাসনের উত্তরসূরি বিবেচিত হবেন।

সৌদি রাজতন্ত্রের ইতিহাসে এই প্রথমবারের মতো কোন বাদশাহ নিজ ছেলেকে যুবরাজ বানালেন। বর্তমান বাদশাহ’র পর যুবরাজই পরবর্তীতে দেশটির বাদশাহ হবেন।

 

উপরের ছবি : প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে (ডানে) সরিয়ে প্রিন্স মোহাম্মদ বিন সালমান (বায়ে)

Print Friendly, PDF & Email

Related Posts