বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট তথা বিপিএলের পঞ্চম আসর শুরু হতে এখনো পাঁচ মাস বাকি। কিন্তু দলগুলো বিদেশি খেলোয়াড় দলে ভেড়াতে শুরু করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরেও রাজশাহী কিংসের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। স্যামির নেতৃত্ব বিপিএলের চতুর্থ আসরের ফাইনালে উঠেছিল রাজশাহী। শিরোপা নির্ধারণী ম্যাচে অবশ্য ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে রানার্সআপের সান্ত্বনা নিয়ে থাকতে হয় রাজশাহীকে।
এবারও স্যামিকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টিম ম্যানেজমেন্টের আশা, স্যামি দলে থাকলে স্থানীয় তরুণ খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাটি বের করে আনতে সক্ষম হবেন। যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলবেন।
এক বিবৃতিতে রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমীদ আজিজুল হক বলেছেন, ‘গত বছরের মতো এবারও আমাদের সমর্থকদের উৎসাহ দরকার। তাদের সমর্থনই আমাদের ভালো খেলার প্রেরণা দেয়।’
খুলনা টাইটান্স বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা জানিয়েছে অস্ট্রেলিয়ার মারমুখী ব্যাটসম্যান ক্রিস্টোফার অস্টিন লিনকে (ক্রিস লিন) দলে ভিড়িয়েছে তারা। আইপিএলের দশম আসরে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন।
২০১৪ সাল থেকে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন তিনি। এ পর্যন্ত ৯২ ম্যাচে রান করেছেন ২ হাজার ৬৪৯টি। ১৯টি অর্ধশতকের পাশাপাশি একটি সেঞ্চুরিও রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ব্রিসবেন হিট, ডেকান চার্জার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তালাওয়াস, কান্দুরাতা ওয়ারিয়র্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি।
আইপিএলের গেল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৭ ম্যাচে মাঠে নেমে ৪৯.১৬ গড়ে ২৯৫ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল ১৮০.৯৮। তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। সর্বোচ্চ করেছিলেন অপরাজিত ৯৩ রান।
বিপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে। এর আগে ১৬ সেপ্টেম্বর হবে প্লেয়ার ড্রাফট। খেলবে আট দল। ফিরছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।