এনএসআই কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক উপপরিচালকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আজমিরা পারভিন (৪৫)।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পলাশপোলের একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, ঘটনার সময় ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। আজমিরা দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, এনএসআইয়ের উপপরিচালক মোজাম্মেল হকের স্ত্রী একজন মানসিক রোগী ছিলেন। স্ত্রীকে ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে তিনি বাজারে গিয়েছিলেন। বাজার করে এসে তিনি দেখতে পান যে আজমিরা পারভিন ড্রয়িংরুমের সিলিং ফ্যানে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন।

তিনি জানান, এ সময় বাসায় আর কেউ ছিলেন না। সম্প্রতি তাঁকে ভারতে নিয়ে চিকিৎসা করানো হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts