বিডিমেট্রোনিউজ ॥ ঈদুল ফিতরের নামাজে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে না যাওয়ার অনুরোধ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকের কাছে এই মন্তব্য করেন বেনজীর।
‘এবার ঢাকা শহরে ৪১০টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আর বড় জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং বায়তুল মোকাররমে। আমরা সবাইকে অনুরোধ করব যে, জায়নামাজ ব্যতীত কোনো কিছু নিয়ে আসবেন না। আর নামাজ পড়তে আসলে একটু আগে আসবেন, যাতে করে নিরাপত্তার বিষয়গুলো ভালোভাবে সুসম্পন্ন করতে পারি’, বলেন বেনজীর।
‘নিরাপত্তার বিষয়গুলো সুসম্পন্ন করতে ঈদগাহ মাঠে বেশ কিছু ডিভাইস বাসানো হবে, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর যেখানে গাড়ি পার্কের ব্যবস্থা করা আছে, সেখানেই গাড়ি পার্ক করবেন। কেউ জামাতের নিকটবর্তী স্থানে গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন না’, যোগ করেন র্যাব ডিজি।
ঈদকে সামনে রেখে জঙ্গি হামলার হুমকি আছে কি না, জানতে চাইলে বেনজীর বলেন, ‘জঙ্গির বিষয়টি আমরা প্রতি মুহূর্তে মনিটর করি। জঙ্গিদের প্রতি আমাদের নজরদারি কঠোরভাবে অব্যাহত আছে। আমরা প্রতি মুহূর্তে তাদের নজরদারি করছি এবং গ্রেপ্তার করছি। বিগত বছরের পয়লা জুলাই থেকে আজ পর্যন্ত র্যাব প্রায় ১৬০ জনের মতো জঙ্গি গ্রেপ্তার করেছে এবং আট জঙ্গি আমাদের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে।’
শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তার বিষয়ে র্যাব ডিজি বলেন, শোলাকিয়াতে গত বছর যে হামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।