নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

বিডিমেট্রোনিউজ ॥ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্মীসভায় এ আহ্বান জানান তিনি।

এদিন শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ নির্মাণাধীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এ দলটির নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধি পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল যেন সুযোগ পায়, প্রতিষ্ঠাবার্ষিকীতে এটি আমার আহ্বান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সোনার বাংলা গড়ে তোলা। আমি তার অসমাপ্ত কাজ করে যাচ্ছি। তিনি জীবিত থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হতো। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, এর আগেই আমরা ক্ষুধা এ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বো।

Print Friendly, PDF & Email

Related Posts