বাস উল্টে খাগড়াছড়িতে নিহত ৩

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ খাগড়াছড়ির গুইমারায় বাস উল্টে এক নারী ও তার শিশু সন্তানসহ তিনজনের প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত ১৬ জন। গুইমারা কালাপানি এলাকার খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গুইমারা থানার ওসি শরিফুল ইসলাম জানান।

নিহতরা হলেন- মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়ার রিপন নেসা (২৪) ও তার চার বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌস এবং হাফছড়ির তারিকুল ইসলাম (২০)। আহতদের পাঠানো হয়েছে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে।

ওসি  বলেন, সকালে বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। “পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তায় উল্টৈ যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts