মতলব (চাঁদপুর) প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামের মাদক কুখ্যাত মাদক সম্রাট সোনা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ জুন স্থানীয় যুবলীগ নেতা এসএম রাসেল বাবু, ফয়েজ ভুইয়া, শামীম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জালাল উদ্দিন, ছাত্রলীগ নেতা কালা সুজন, শাওন ও এলাকাবাসী কর্তৃক ২০ পিছ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ লাল মিয়ার ছেলে সোনা মিয়া ও মধ্য লুধুয়া গ্রামের আঃ কাদিরের ছেলে মো. কাশেম নামে এক মাদকসেবীকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার বলেন, সোনা মিয়া দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
অপরদিকে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে ডাকাতিকালে দুই আন্ত:জেলা ডাকাত সদস্যকে আটক করেছে জনতা। গত ২৫ জুন ঈদের আগের দিন উপজেলার কালীপুর এলাকা থেকে ডাকাত সদস্যদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটকৃত ডাকাত সদস্যরা হলো- উপজেলার কালীপুর গ্রামের কাশেম আলী বেপারীর ছেলে চাঁন মিয়া (২৮) ও মতলব দক্ষিণ উপজেলার শিমলন্দী গ্রামের রাজ্জাক দর্জির ছেলে নবীর হোসেন (২৪)।