মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ []
‘প্রত্যয়’ একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনে নেই কোন গ্রুপিং। সংগঠনে সব সদস্যদের অধিকার সমান। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের মাটিতে জন্ম হলেও, সংগঠনটির কাজ সমাজের সর্বত্র অবহেলিত মানুষদের মুখে হাসি ফুটানো। নিজেদের পকেটের টাকা খরচ করে সংগঠনের সদস্যরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
তারা একের পর এক উদ্যোগ নিয়ে অসহায় মানুষজনকে নানাভাবে সহায়তা করছেন। উদ্দেশ্য প্রকৃতপক্ষে সমাজসেবা। অন্য কোন চিন্তাধারা তাদের নেই। এ কথা তাদের মনের। সমাজে তাদের মহৎ এ কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও সংবাদপত্রে প্রকাশ হচ্ছে। এসব দেখে দেশ ও দেশের বাহির থেকে হৃদয়বান ব্যক্তিরা কিছু কিছু আর্থিক অনুদান প্রদান করছেন ‘প্রত্যয়’কে। তারা এ অর্থও জনকল্যাণে ব্যয় করছেন। প্রতিবার ঈদে তারা, পথশিশু ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।
এবারও বিতরণ করার উদ্যোগটা পবিত্র রমজানের শুরু থেকেই নেয়া হয়। সব প্রস্তুতি শেষে ২৩ জুন শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে কলোনী স্কুল প্রাঙ্গণে ‘প্রত্যয়’ এক অনুষ্ঠান আয়োজন করে ‘ঈদ সামগ্রী হিসেবে’ প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে ১৭৫ জন অসহায় ব্যক্তির মধ্যে খাদ্য ও ৭০ জন পথশিশুর মধ্যে জামা কাপড় বিতরণ করে।
প্রত্যয়’র সদস্য তারেক, নাঈম, শরীফ, নিপু, কাউছার, সালাউদ্দিন, প্রিন্স, খাইরুল, মনির, এমরান খান, সাইফুল, নোমান, মেহেদী, সুশান, আফজল, মনজু, নুর আমিন, ফয়সল, এমরান, রায়হান, শাকিল, ইমন, জাকির, রিদয়, সাজন, আজিজ, শাহিন, নাছিম, নূর আলি, রনি, সিমান্ত, সাদেক, রহুল আমিন, মাসুদ, ডালিমরা মিলে অসহায় মানুষ ও পথশিশুদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেন। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবকসহ প্রমুখরা উপস্থিত ছিলেন।
এসব সামগ্রী পাওয়ার মধ্যে রুবেল মিয়া একজন। তিনি পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। মা-বোন স্ত্রী সন্তান মিলে ৫ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম তিনি। দিন এনে দিন খেতে হচ্ছে। এরমধ্যে ঈদ আসলে তার জন্য বাড়তি খাদ্য সামগ্রী ক্রয় করা কঠিন। তাই এবার ‘প্রত্যয়’র পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী পাওয়ায় তিনি মহাখুশি। তিনি বিতরণকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এমনই আরেকজন ফুল বানু। তার স্বামী নেই। সন্তান নিয়ে কতিকষ্টে চলতে হচ্ছে। তিনিও পেলেন এ খাদ্য সামগ্রী। জামা পেয়েছে পথশিশু আলমগীর। সে জানায়, শুধু জামা নয়, সেলুনে তাদের চুল কাটিয়ে সুন্দর করে দেওয়া হয়। পরে গায়ে নতুন শাট পড়িয়ে দিয়েছে ‘প্রত্যয়,। এমনভাবে যারাই পেয়েছেন ঈদের খাদ্য সামগ্রী ও জামা কাপড় । তারা সবাই সমাজের প্রকৃত অসহায় মানুষ।
ভাতার টাকায় অসহায়দের মাঝে ‘ঈদ সামগ্রী’ বিতরণ
মোঃ শামীম আহমেদ। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার। প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েই জয়ী হন। মেম্বার নির্বাচিত হবার পর থেকে, সরকারী ভাতা না নিয়ে অসহায়দের কল্যাণে ব্যয় করছেন। এটাকার সাথে নিজের রোজগারের অর্থও ব্যয় করেন।
প্রতিবারের ন্যায় এবারের ঈদে, তিনি ভাতার টাকার সাথে নিজের রোজগারের টাকা মিলিয়ে ময়দা, সেমাই, নুডুলস, চিনি ক্রয় করে দুইশতাধিক অসহায়দের মাঝে ‘ঈদ সামগ্রী’ বিতরণ করেছেন।
২৫ জুন রবিবার বিকেলে মিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায়দের মাঝে এ ‘ঈদ সামগ্রী’ বিতরণকালে সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, সিদ্দিকুর রহমান মাসুম, সমাজসেবক সাহেদ, ইউসূফ মিয়াসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মেম্বার শামীম আহমেদ জানান, মেম্বার হয়েছি জনগণের সেবার জন্য। নিজের ব্যবসা রয়েছে। ব্যবসা ও জমির ফসলের আয়ের টাকায় পরিবার চলে। আর মেম্বারীর সরকারী ভাতার টাকা জনকল্যাণে ব্যয় করছি। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই এ ভাতার টাকা জনগণের। এ টাকা আমার নয়। তাই ভাতার টাকা জমিয়ে ঈদসহ নানা উৎসবে দরিদ্র লোকজনের মাঝে বিতরণ করছি। এতে মনে তৃপ্তি পাচ্ছি। এ ধরণের কার্যক্রম চালিয়ে যেতে চাই। এতে চাই সবার দোয়া ও সহযোগীতা।
শায়েস্তাগঞ্জে অসহায়দের মাঝে ‘ঈদ সামগ্রী’ বিতরণ
বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা শাখার উদ্যোগে অসহায় মানুষের মাঝে ‘ঈদ সামগ্রী’ বিতরণ করা হয়েছে। ২৪ জুন শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ প্রেসকাব মিলনায়তনে এ সামগ্রী বিতরণ পূর্ব মানবাধিকার কমিশনের শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ আব্দুর রকিব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের শায়েস্তাগঞ্জ থানার সহ-সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল জলিল, গোলাম মোক্তাদির চৌধুরী মাসুদ, মোঃ আজদু মিয়া, গাজিউর রহমান ইমরান, সদস্য আবুল কালাম আজাদ মেম্বার, আব্দুল কাইয়ুম ফারুক মেম্বার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, অর্থসম্পাদক ইকবাল মাহমুদ, যুগ্ম-অর্থসম্পাদক শামিম চৌধুরী, সদস্য নিউটন অধিকারী, জামাল আহমেদ রাজ, শামিম আহমেদ নাসির, সাংবাদিক শাহ মোস্তফা কামাল প্রমূখ।
আলোচনা শেষে শায়েস্তাগঞ্জ এলাকার অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে ‘ঈদ সামগ্রী’ হিসেবে আলু, ডাল, পেঁয়াজ, চাল, তেলসহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়।
এ সভায় বক্তারা বলেন, মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা শাখা গঠন করা হয়েছে অসহায় মানুষের কল্যাণের। তারপর থেকে এ কমিশনের নেতৃবৃন্দরা মিলে শায়েস্তাগঞ্জের অসহায় মানুষের পাশে রয়েছে। যেখানেই অসহায় মানুষের সমস্যা দেখা দিচ্ছে ,সেখানেই কমিশনের নেতৃবৃন্দ এগিয়ে গিয়ে সহায়তা করছেন। অসহায় মানুষের কল্যাণে কাজ করতে, সামনে কমিশনের পক্ষ থেকে আরও ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হচ্ছে।
বাহুবলে রথযাত্রার উদ্বোধন
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরের জয়পুর শ্রীশ্রী শচী অঙ্গণ ধাম থেকে সনাতন ধর্মালম্বীদের ‘রথযাত্রা’ উদ্বোধন করা হয়েছে।
২৫ জুন এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শচী অঙ্গণ ধামে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। ধাম পরিচালনা পর্ষদ’র সভাপতি প্রফেসর নিখিল রঞ্জন ভট্রাচার্য’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশে আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে। যার ফলে সবাই নিজ নিজ ধর্ম শান্তিতে পালন করতে পারছে। দেশে কোন সন্ত্রাসীর স্থান হবে না। বিএনপি ক্ষমতায় ছিল দেশজুড়ে বোমাবাজি হয়েছে। আর আওয়ামীলীগ ক্ষমতা এলে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। দেশের উন্নয়ন হয়। এজন্য জনগণ ভোট দিয়ে পরপর আওয়ামীলীগকে ক্ষমতা বসিয়েছে। আবারও ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন। এছাড়া এ সভায় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
পরে এক বিশাল রথযাত্রা অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মের শত শত লোকজন অংশগ্রহণ করেন। এ রথযাত্রা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।