আপনার আজকের রাশিফল ॥ ৩০ জুন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আপনার আজকের রাশিফল : শুক্রবার, ৩০ জুন ২০১৭

মেষ
আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে । কাউকে টাকা ধার দেবেন না । তর্ক বিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন । মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে ।

বৃষ
সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল । উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকুল । অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে । গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন ।

মিথুন
সারাদিন কিছু অর্থ ব্যয় আগের দিনের থেকে বাড়তে পারে । সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে । সংসারে শান্তি বজায় থাকবে । অপরের উপকার করতে গিয়ে বিপদ । মামলা মোকদ্দমা হওয়ার যোগ ।

কর্কট
আজ কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম অর্জন হবে । ক্রয় বিক্রয়ের কাজে আজ লাভ নাও হতে পারে । লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে । ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য ।

সিংহ
আজ কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে । কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে । সেবা মূলক কাজে মনে আনন্দ । ব্যবসায় উন্নতি ।

কন্যা
আজ কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে । সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে । হারানো কোনও জিনিস উদ্ধার হতে পারে । নৃত্য শিল্পীদের উন্নতি ।

তুলা
আজ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন । প্রেমে বিশ্বাস আসতে পারে । আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষিত করবে । কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন ।

বৃশ্চিক
আজ কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে । উচ্চ বিদ্যার্থীদের সামনে ভাল যোগ আছে । বাড়ির সকলকে নিয়ে ভ্রমন । বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান ।

ধনু
আজ খুব বুঝে না চললে অর্থ ব্যয় হতে পারে । হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন । কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল । বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় ।

মকর
অতিরিক্ত দৌঁড়ঝাপ করার ফলে শারীরিক অসুস্থতা আসতে পারে । অসৎ কোনও লোকের জন্য আপনার বদনাম হতে পারে । শত্রু আপনাকে অপদস্ত করতে সক্ষম হতে পারে।সন্তানদের নিয়ে চিন্তা ।

কুম্ভ
আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে । ভাইবোনদের কাছ থেকে একটা ভাল সাহায্য পেতে পারেন । স্বামীস্ত্রীর সম্পর্কের উন্নতির যোগ । মা–বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন ।

মীন
আজ সকল কর্ম খুব বিচক্ষন বুদ্ধিতে করতে হবে, সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে । আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে। ভ্রমনে অযথা হয়রানি হতে পারে।
জ্যোতিষ শ্রী জয়দেব
Print Friendly, PDF & Email

Related Posts