বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, স্বাধীনতার সব স্বপ্ন ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, এ অবস্থা চললে দেশ থাকবে না। পরিত্রাণের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন। এতে আওয়ামী লীগের ভূমিকা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।
শনিবার গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে দলে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন খালেদা জিয়া। পরে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘মারামারি, কাটাকাটি করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকব, এসব বাদ দিয়ে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। যেটা দেশের মানুষ, বিদেশিরা সকলেই চায়। যে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সকলের সমান সুযোগ থাকবে।’
খালেদা জিয়া আরো বলেন, ‘আমরা আওয়ামী লীগের মতো করব না। এটাই আমাদের রাজনীতির ব্যতিক্রম দেখতে পাবেন। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য সেখানেই খুঁজে পাবেন।’
বিএনপির চেয়ারপারসন আরো বলেন, ‘আওয়ামী লীগের এ পাঁচ পছরে ৫০ হাজার নতুন কোটিপতি হয়েছে। বুঝতে পেরেছেন কীভাবে তারা দুর্নীতি করেছে?’
নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি জানান খালেদা জিয়া। সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ২৩ জুন এক সংবাদ সম্মেলনে জানান, সারা দেশের জেলা-মহানগর-থানা-পৌরসহ বিভিন্ন ইউনিটে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে ১ জুলাই। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। তিন বছর পরপর দলের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। গত কয়েক বছর আন্দোলন-সংগ্রামের পরিপ্রেক্ষিতে এই কার্যক্রম পরিচালনা হয়নি বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।