বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশে একটা সময় ছিল যখন নারীদের গহনা বলতে মূলত স্বর্ণ বা রুপার অলংকারই বোঝানো হত। সময়ের সাথে সাথে স্বর্ণ বা রুপার দাম বেড়ে যাওয়ায় বিকল্প হিসেবে চাহিদা বাড়তে থাকে ইমিটেশন বা প্লেটিং করা গহনার।
কারিগরেরাও নিজেদের টিকিয়ে রাখতে কাজ শুরু করেন তামা, পিতল বা ব্রোঞ্জের মত সহজলভ্য ধাতুর উপর। এমনই কারিগরদের একটি এলাকা ঢাকার কাছে সাভারের ভাকুর্তা ইউনিয়ন।
বাংলাদেশের সর্বত্র এখন ইমিটেশনের যে গহনা পাওয়া যায় তার বেশিরভাগই তৈরি হয় ভাকুর্তার কারিগরদের হাতেই।
অর্চি অথন্দ্রিলার তৈরি বিবিসির ভিডিওটি দেখুন :