বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান লিটন বাশারের অকাল মৃত্যুতে বেসরকারী সংস্থা ডরপ এর প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ রবিবার জনাব নোমান এক শোক বার্তায় লিটন বাশারের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁর লিখনী পাঠক হৃদয় তথা ভবিষ্যত সাংবাদিকদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। তিনি সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে সবসময় বস্তুনিষ্ঠতার সাথে সত্যের পক্ষে লিখেছেন।
উল্লেখ্য, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান লিটন বাশার গত মঙ্গলবার (২৭ জুন) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশালের চরমোনাই ভুখাই নগরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।
অপর এক বিবৃতিতে ভোলা জার্নালিস্ট ফোরাম-ঢাকার সহসভাপতি শাহ মতিন টিপু সাংবাদিক লিটন বাশারের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।