পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা : দুমকিতে হত দরিদ্রের ভিজিএফ কার্ডের চাল মাপে কম দেয়ার তথ্যে প্রকাশ করায় সাংবাদিক জাকির হোসেনকে প্রকাশ্যে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে ।
রবিবার দুপুর ১টায় দুমকির পীরতলা বাজারে বিশ্ববিদ্যালয়ের ২য় গেট সংলগ্ন সরোয়ার ফটোকপির দোকানের সামনে এ হুমকির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুমকির শ্রীরামপুর ইউনিয়নে ঈদুল ফিতরের পূর্বে হত দরিদ্রের ভিজিএফ কার্ডের চাল ৩৮৫ জনকে জন প্রতি ৩০ কেজির পরিবর্তে ২৪ কেজি দেওয়ার তথ্য দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের দুমকি প্রতিনিধি এস.এম জাকির হোসেন হাওলাদার সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রকাশ করায় এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করায় দুমকির শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা মো: হারুন মোল্লা প্রকাশ্যে অকথ্য ভাষায় হুমকি ধামকি ও লাঞ্চিত করাসহ জীবন নাশের হুমকি দেয়।
এ ঘটনায় দুমকি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং-৬৫। দুমকি থানা অফিসার ইনচার্জ ওসি দিবাকর চন্দ্র দাস সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেছেন।