বরগুনায় অভিনব কায়দায় ছিনতাই

ইফতেখার শাহীন, বরগুনা ॥ বরগুনায় জাতীয় মানবাধিকার সংস্থা (ইডাফ) বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির মৃধা তার স্ত্রীসহ ছিনতাইকারীর কবলে পড়েন এবং অভিনব কায়দায় ছিনতাইকারীরা তার স্ত্রীর কাছ থেকে ভ্যানীটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে ঈদের পরদিন মঙ্গলবার রাত আনুমানিক ৮ টায় সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা শ্লুইজ গেট এলাকায়। এ ঘটনায় অভিযোগকারী মোঃ হুমায়ুন কবীর বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মঙ্গলবার বরগুনা সদর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

মামলার বাদী মোঃ হুমায়ুন কবীর জানান, ঈদের পরদিন মঙ্গলবার গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা এলাকায় আমার এক নিকটাত্মীয়ের বাড়ী থেকে দাওয়াত খেয়ে স্ত্রীকে নিয়ে অটোরিক্সা যোগে বাড়ী ফিরছিলাম। অটোরিক্সা যখন চলছিলো তখন থেকেই পেছন পেছন মটর সাইকেলযোগে চালকসহ দুই ছিনতাইকারী আমাদের অটোরিক্সাকে অনুসরন করে। রাত আনুমানিক ৮ টার সময় অটোরিক্সা মাইঠা শ্লুইজ গেটের কাছে গেলে মটর সাইকেল আরোহী ছিনতাইকারীরা আচম্কা অটোরিক্সার পাশ কাটিয়ে যাওয়ার সময় আমার স্ত্রীর কোলের উপর রাখা ভ্যানীটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত বেগে সামনের দিকে চলে যায়। আমি সাথে সাথে অটোরিক্সা থেকে নেমে ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এসে হাজির হয়। তাদের সহযোগীতায় অনেক খুঁজেও ওই দুই ছিনতাইকারীকে ধরতে পারিনি। ভ্যানিটি ব্যাগের মধ্যে স্ত্রীর গলার চেইন, কানের দুল, ব্রেসলেট তাতে প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণ, মোবাইল দুইটি, ৩ হাজার ৫’শ টাকা এবং দরকারী কিছু জিনিসপত্র ছিলো।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে মোঃ হুমায়ুন কবীর বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি ছিনতাই মামলা দায়ের করেন। মামলা নং-৭১। আসামী গ্রেফতারের জোড় প্রচেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

Related Posts