২৪ জুলাই থেকে হজ ফ্লাইট

বিডিমেট্রোনিউজ ॥ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল জানিয়েছেন, চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৪ জুলাই শুরু হবে।

তিনি বলেন, ইতিমধ্যে বিমান মন্ত্রণালয় থেকে হজ ফ্লাইটের সময়সূচি ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে যাত্রীদের আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত সময়সূচি আগামী দু-একদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ জুলাই দুটি ফ্লাইটে প্রায় ১ হাজার যাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। আগামী ১২ জুলাই থেকে হজ যাত্রীদেরকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানের সনদ নিতে হবে।

প্রসঙ্গত, এ বছর ১ লাখ ২০ হাজারেরও বেশি বাংলাদেশি হজ করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts