সরকারকে ধন্যবাদ হেফাজতের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ফরহাদ মজহারকে ‘দ্রুত উদ্ধারে ভূমিকা রাখায়’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির চার নেতা বুধবার এক বিবৃতিতে এই বিষয়টিতে ‘ত্বরিত কার্যকর পদক্ষেপ নেওয়ায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকেও ধন্যবাদ দেওয়া হয়।

বিবৃতিদাতারা হলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মুফতি ফয়জুল্লাহ ও মুঈনুদ্দিন রুহী।

ফরহাদ মজহারের এই অন্তর্ধান নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে হেফাজতের শীর্ষস্থানীয় নেতাদের এই বিবৃতি এল, যে সংগঠনটির পক্ষে কয়েক বছর ধরে কথা বলে আসছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, “দেশের এক নগন্য নাগরিক ফরহাদ মজহারের জীবন রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন, এটা অবশ্যই প্রশংসনীয় এবং তাতে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে।”

বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “স্বাধীন-সার্বভৌম শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সকল ধরণের হস্তক্ষেপ ও অন্যায় আবদার সাহসিকতার সাথে রুখে দাঁড়ান।

“হেফাজতে ইসলামসহ দেশপ্রেমিক সকল নাগরিক আপনার এমন পদক্ষেপে সার্বিক সহযোগিতা করবে।”

Print Friendly, PDF & Email

Related Posts