মতলব উত্তরে জঙ্গি-সন্ত্রাস-মাদক বিরোধী অভিযান

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ চাঁদপুরের মতলব উত্তরে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান হয়েছে। অভিযান শেষে নবাগত ওসি মো. আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন, যেকোন মূল্যে মতলব উত্তর উপজেলাকে জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আনা হবে।

তিনি আরো বলেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। সে অঙ্গীকারে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ কঠোর দায়িত্ব পালন করবে। জনগণের নিরাপত্তা ও দেশের স্বার্থে জঙ্গি-সন্ত্রাসবাদ কঠোর হাতে দমন করা হবে। এজন্য উপজেলার সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

ওসি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে প্রথমে উপজেলার বেলতলী আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাস-জঙ্গি ও মাদক বিরোধী অভিযান পরিচালিত করা হয়। এরপর বদরপুর ও নিশ্চিন্তপুর মাদক ব্যবসায়ী মিঠু ও রাজিবের বাড়ি’সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

অভিযানে ওসি’র সহযোগী হিসেবে ছিলেন, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক, এসআই শাহজাহান কামাল, এসআই মোবারক, এসআই রুহুল আমিন, এএসআই কাশেম, এএসআই আরিফ, এএসআই মিজানুর রহমান, এএসআই রাশেদ, এএসআই জাকির, এএসআই কিবরিয়া, এএসআই শাহাদাত’সহ প্রায় ৪০ জন পুলিশ ফোর্স।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, সাংবাদিক খান মো. কামাল, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, সাংবাদিক আরাফাত আল-আমিন, সাংবাদিক বাবুল মুফতী, মমিনুল ইসলাম প্রমূখ।

 

নবাগত ওসি’র সাথে পৌর দলীয় নেতৃবৃন্দের মতবিনিময়

চাঁদপুরের মতলব উত্তর থানায় নব্য যোগদানকৃত অফিসান ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হকের ছেঙ্গারচর পৌর আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় করেন। বৃহস্পতিবার সকালে ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি মো. আনোয়ারুল হক বলেন, আমি এ থানায় নতুন যোগদান করলাম। আপনারা আমাকে সকল বিষয়ে সহযোগীতা করবেন। বিশেষ করে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সামাজিত অপরাধের বিষয়ে আমাকে তথ্য দিবেন ও সহযোগীতা করবেন। আমি মতলব উত্তরকে সকল প্রকার অপরাধমুক্ত করতে চাই।

সভায় উপস্থিত ছিলেন, ছেঙ্গারচর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী, আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা শাহজাহান মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান বাবু, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি দিদার মোল্লা’সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

Related Posts