যেভাবে জন্মদিন কাটালেন ধোনি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গতকাল ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জন্মদিন। এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছেন ধোনি। সেখানেই স্ত্রী সাক্ষী ও সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করলেন তিনি। সবার সামনে কাটলেন কেক। হার্দিক পাণ্ড্য সহ অন্যান্য সতীর্থরা এবং সাক্ষী আনন্দে মেতে উঠলেন।

ধোনির ভক্তরা আগের দিন মধ্যরাত থেকেই ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। যুবরাজ সিংহও ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন।ভারতীয় দল সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নেওয়ায় ধোনির জন্মদিনের আনন্দ বেড়ে গিয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts