প্রয়াত অভিনেত্রী সুমিতা সান্যাল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রায় অন্তরালেই ছিলেন৷ এবার অন্তরালের ‘কুহেলি’ কাটিয়ে চলে গেলেন৷ প্রয়াত ‘আনন্দ’ খ্যাত অভিনেত্রী সুমিতা সান্যাল৷ তাঁর প্রয়াণ সংবাদ ছড়িয়েছে তিলোত্তমা থেকে মায়ানগরী মুম্বইয়ে৷

কলকাতার দেশপ্রিয় পার্কের বাড়িতেই প্রয়াণ হয়েছে অভিনেত্রীর৷ বয়স হয়েছিল ৭১ বছর৷ ১৯৪৫ সালে দার্জিলিংয়ে জন্ম। পরিচিত ছিলেন মঞ্জুলা নামে।

সত্যজিৎ রায়ের ‘নায়ক’ থেকে শুরু করে একাধিক বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন সুমিত সান্যাল৷ বাংলা ও হিন্দি চলচ্চিত্রের দুই মহানায়ক উত্তমকুমার ও অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছেন৷ একাধিক ক্লাসিক সিনেমায় তাঁর অভিনয় রয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts