বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লিও মেসি দীর্ঘদিন ফুটবল থেকে দূরেই রয়েছেন৷জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি৷ফলে বার্সেলোনার আর্জেন্তাইন রাজপুত্র একটু অন্য মেজাজেই৷অ্যান্তোনেলার সঙ্গে বিয়ের পর্ব মিটিয়েই ছুটেছিলেন ইবিজায় হানিমুন করতে৷
শেষ দিন পাঁচেক ওখানেই বৌ ও দুই সন্তানকে নিয়ে ছিলেন এলএম টেন৷মেসিকে চমকে দিয়ে সুয়ারেজও শেষ কয়েকদিন স্বপরিবারে পৌঁছে গিয়েছিলেন ইবিজায়৷এবার মেসির মধুচন্দ্রিমা শেষ৷ঘরে ফেরার পালা৷বলা ভাল তাঁর খেলায় ফেরার অপেক্ষায় আপামোর ফ্যানকূল৷
আগামী শুক্রবার থেকেই বার্সেলোনা প্রাকমরশুম প্র্যাকটিস শুরু করবে৷নতুন কোচ আর্নেস্টো ভালভার্দের অধীনেই শুরু হবে মেসিদের নতুন পথ চলা৷এরপরেই মেসি অ্যান্ড কোং উড়ে যাবে মার্কিন মুলুকে ট্রেনিং করতে৷সেখানেই রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বার্সা৷