বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আথিয়া-অর্জুন অভিনীত ‘মুবারাকান’ সিনেমাটি মুক্তি পাবে ২৮ জুলাই। ছবিটি মুক্তির আগেই শুরু হয়েছে সুনীল শেঠি কন্যা আমেথি শেঠির প্রেমের গুঞ্জন। অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে সুনীল কন্যা আথিয়া শেঠির ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা এটি। এবারই প্রথম অর্জুনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আথিয়া।
বিষয়টিতে ড্যাম কেয়ার সুনীল কন্যা আথিয়া বলেন, ‘এই বিষয়ে কোনো আলোচনা আমাদের ডিনারের টেবিলে উঠে না। এই বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অংশ তাই বিষয়টি অদ্ভুত কিছু নয়।’
২০১৫ সালে সুরজ পাঞ্চোলির সঙ্গে হিরো সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় আথিয়ার। কিন্তু সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ প্রসঙ্গে আথিয়া বলেন, ‘এটা আমার প্রথম সিনেমা ছিল। বুঝিনি কী ঘটতে যাচ্ছে। আমি প্রত্যাশা পূরণ করতে পারিনি, এজন্য আস্থা হারিয়ে ফেলেছিলাম। এখন আমি আমার নিজেকে খুঁজে পেতে পুনরায় কাজ করে যাচ্ছি।’
এতে অনিল কাপুর, ইলিয়েনা ডি ক্রুজ এবং নেহা শর্মাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি।
https://www.youtube.com/watch?v=REQl4mDpQNA