মুুহাম্মদ মূসা, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।
সোমবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা স্ব স্ব পদে দায়িত্বগ্রহণ করেন। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের পরিচালনায় এবং জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হল
প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, অফিস প্রধান, বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
প্রসঙ্গত, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এর ১৩(১) ধারা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমির হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য পদে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এর ১৪(১) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করেছেন। তাঁদের কার্যকাল হবে চার বছর।