শপথ নিলেন অভিনেতা ফেরদৌস

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শপথ নিলেন অভিনেতা ফেরদৌস। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পদে জয়ী হয়েছিলেন তিনি। নির্বাচনের দুই মাস পর শনিবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির অফিসে এসে শপথ গ্রহণ করেছেন তিনি।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ফেরদৌসকে শপথ বাক্য পাঠ করান। ফেরদৌস বলেন, আনুষ্ঠানিকভাবে আজ থেকে শিল্পী সমিতির সঙ্গে আমার পথ চলা শুরু হল। সবার সহযোগিতা নিয়ে দেশের চলচ্চিত্রের জন্য কাজ করে যেতে চাই।

এতদিন পর কেন শপথ নিলেন জানতে চাইলে ফেরদৌস বলেন, “শুটিংয়ের ব্যস্ততার কারণে মালয়েশিয়া, সুইজারল্যান্ড, কক্সবাজারে যাওয়া আসা নিয়ে ব্যস্ততার ওপর ছিলাম। তাই শপথ বাক্য পাঠ করতে পারিনি। এখন কিছুটা ফ্রি আছি। তাই দায়িত্বটা নিয়ে নিলাম।”

ফেরদৌসের শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন ফারুক, আলমগীর, অঞ্জনা, রিয়াজ, পপি, জায়েদ খানসহ অনেকে।

গত ৫ মে শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল জয়ী হয়েছে। এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফেরদৌস।

Print Friendly, PDF & Email

Related Posts