পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে নিয়ে উজ্জীবিত বিশ্ববিদ্যালয়টির বাবুগঞ্জ ক্যাম্পাসের নেতা কর্মীরা।
মঙ্গলবার দুপুরে রাকিবুল ইসলাম বরিশালের বাবুগঞ্জে অবস্থিত বহি:স্থ ক্যাম্পাসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেয়।
নেতাকর্মীরা জানান, প্রধান ক্যাম্পাস থেকে বহি:স্থ ক্যাম্পাসের দূরত্ব বেশী হওয়ায় কোন নেতাই তাদের খবর না নিলেও রাকিবুল ইসলাম সবসময় বাবুগঞ্জ ক্যাম্পাসের নেতাকর্মীদের পাশে ছিলেন। আগামী সম্মেলনে তারা রাকিবুল ইসলাম রাকিবকে ছাত্রলীগের সর্বোচ্চ পদে দেখতে চান।