পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে ॥ মায়া
জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুক্রবার মোহনপুর আলী আহমদ মিয়া মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি বলেন, পড়াশুনার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুণামেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিরল উদ্যোগ। সারাদেশে শিশু ও কিশোরদের খেলাধুলার মানোন্নয়নে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার জন্য এ উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে।
খেলার প্রথম পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ৬৩নং নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ৫৩নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২-০ গোলে নার্ছিরাকান্দি সরকারি প্রাথমিক চ্যাম্পিয়ন হয়। খেলার দ্বিতীয় পর্যায়ে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ৬১নং মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ২-১ গোলে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিরতণী অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম হাওলাদার, মিনহাজ উদ্দিন খান, ছেঙ্গারচর পৌর মেয়র রফিকুল আলম জজ, ওসি মো. আনোয়ারুল হক, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, মোহনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন দানেশ, একেএম শরীফ উল্লা সরকার, দেওয়ান আবুল খায়ের, সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন, মোজাম্মল হক, মহিলা আওয়ামীলীগ নেত্রী সুবর্ণা চৌধুরী বীনা, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারন সম্পাদক কাজী শরীফ, মতলব ইয়ংকাবের সভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সদস্য সচিব এড. আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ’সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
খেলা পরিচালনা করেন মো. সালাউদ্দিন।