বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আজ সংসদের সেন্ট্রাল হলে শপথ নিলেন নয়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি জে এস খেহর।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সেন্ট্রাল হলে আসেন নয়া রাষ্ট্রপতি। তারপর প্রণবের সঙ্গে হয় তাঁর আসন বিনিময়। নতুন রাষ্ট্রপতির সম্মানে ২১ বার কামান দাগা হয়।
অনুষ্ঠানে ছিলেন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভা অধ্যক্ষ সুমিত্রা মহাজন। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা, মুখ্যমন্ত্রীগণ ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কৃটনীতিকরা। রয়েছেন সাংসদ, আমলা ও সেনা অফিসাররা। নতুন রাষ্ট্রপতির পরিবারের ৮ সদস্যও আসেন শপথগ্রহণ অনুষ্ঠানে।
গোটা অনুষ্ঠান শেষ হলে নতুন রাষ্ট্রপতি যাত্রা করেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে। সেখানে তাঁকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যাত্রা করেন তাঁর নতুন ঠিকানা- ১০, রাজাজি মার্গের দিকে।
রাষ্ট্রুপতি পদে শপথ নেওয়ার আগে কোবিন্দ রাজঘাটে গিয়ে মোহনদাস করমচন্দ গাঁধীর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে তাঁকে স্বাগত জানান বিদায়ী রাষ্ট্রপতি। তারপর তাঁরা একসঙ্গে রওনা দেন সংসদ ভবনের দিকে।