সোমবার আংশিক চন্দ্রগ্রহণ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আগামী সোমবার ( ৭ আগস্ট) চাঁদের আংশিক গ্রহণ ঘটবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও  গ্রহণটি দেখা যাবে। আজ শনিবার (৫ আগস্ট) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, ঢাকায় সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে আংশিক চন্দ্র গ্রহণ ঘটবে। চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৯টা ৪৮   মিনিটের দিকে, শেষ হবে রাত ২ টা ৫২ মিনিটের দিকে।

এছাড়া, ময়মনসিংহ বিভাগেও একই সময়ে দেখা যাবে। চট্টগ্রাম বিভাগে দেখা যাবে রাত ১২টা ১৬ মিনিটের দিকে। সিলেট বিভাগে রাত ১২টা ১৪ মিনিটের দিকে, খুলনা বিভাগে রাত ১২টা ২৪ মিনিটের দিকে, বরিশালে রাত ১২টা ২০ মিনিটের দিকে, রাজশাহীতে রাত ১২টা ২১ মিনিটের দিকে, রংপুর বিভাগে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আর মূল গ্রহণ হবে ভারত মহাসাগরের কোকো দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে।

Print Friendly, PDF & Email

Related Posts