পিএসজির জয়ের রাতে গোল পাননি নেইমার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চলতি মৌসুমেও লিগ ওয়ানে নিজেদের সেরাটা জানান দিয়ে চলছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বার্সেলোনা থেকে নেইমার যোগ দেওয়ায় ক্লাবটিতে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। লিগ ম্যাচে গতকাল রাতে কাভানির জোড়া গোলে সেইন্ট-ইচেনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে উনাই এমেরির দল।

এই ম্যাচে গোল পাননি ট্রান্সফারের রেকর্ড গড়া নেইমার। শুক্রবার রাতে উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি ছাড়াও পিএসজির হয়ে একটি গোল করেন থিয়গো মোত্তা।

নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের ২০ মিনিটে কাভানির সফল স্পটকিকে এগিয়ে যায় পিএসজি। উরুগুয়ের এই স্ট্রাইকার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ২৬ মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট করে অতিথিরা। তবে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। নেইমারের ফ্রি-কিক বুক দিয়ে ঠেকান আরেক ব্রাজিলিয়ান মার্কিনিয়োস, ফিরতি বল ফাঁকায় পেয়ে জালে পাঠান ইতালিয়ান মিডফিল্ডার মোত্তা। ম্যাচের ৬৬ মিনিটে ডি মারিয়ার আরও একটি গোলের সুযোগ নষ্ট করেন। ম্যাচের ৮৯ মিনিটে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন গত মৌসুমে দলটির হয়ে সর্বোচ্চ গোল পাওয়ায় কাভানি। শেষপর্যন্ত এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

Print Friendly, PDF & Email

Related Posts