বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীর কাফরুলে বাসের ধাক্কায় এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর পর ওই বাহনে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। কাফরুল থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে কাজীপাড়া আল হেলাল হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।
তাসনিম আলম তিশা নামের ১২ বছর বয়সী মেয়েটি মিরপুরের আইডিয়াল গালর্স স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত। স্কুল শেষে পশ্চিম কাজীপাড়ায় বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় তেঁতুলিয়া পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।
গুরুতর অবস্থায় মেয়েটিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এসআই রফিকুল জানান। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই বিক্ষুদ্ধ জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ রাস্তায় বিক্ষোভ করলে রোকেয়া সরণিতে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বাসটির সঙ্গে হেলপার আব্দুর রহিম বাচ্চুকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে এসআই রফিকুল জানান।